হাজার বার তোমায় চাইলাম,
হাজার রকম ভাবে।
কতবার, কতভাবে চাইলে,
তুমি আমার হবে?

একটু চাইলাম, অনেক চাইলাম,
পেলাম শুধুই ফাঁকি।
তোমার অনেক আশ্বাস পেলাম,
শুধু তুমিই রইলে বাকি!

তুমিময় প্রাণোচ্ছল ক্লান্তি
আমার নিঃশ্বাসে আছে মিশে;
তোমায় না পেলেও ক্লান্তি পেলাম,
সেটাইবা কম কিসে!

চাইলাম, শুধু চেয়েই গেলাম;
কিন্তু তোমায় পেলাম কই!
তবুও আমি চেয়েই যাই,
চেয়ে চেয়ে ক্লান্ত হই।