সেথা সুখ নেই,
যেথা তুমি করো খোঁজ।
সুখের প্রলেপে ঢাকা
দুঃখই পাও রোজ।


শত নতুন কৌশলে
সুখের উপকরণ করছো জমা;
ঘাস হতে ঘুষ
কিছুই পায়নি ক্ষমা।


অহংকার, প্রাচুর্য, প্রতাপ,
দেশ হতে বিদেশ,
নারী, বাড়ি, গাড়ি,
সবখানে খোঁজা শেষ।


কোথাও সুখ নেই,
সবই সময়ের ফাঁকি।
সুখের স্রষ্টা যিনি,
শুধু সেখানেই খোঁজা বাকি।


আত্মসমর্পণে পাবে সুখ;
জাহান্নামেও সুখ মিলে।
সবই চির অমলিন সুখ,
স্রষ্টা সুখ দিলে।