আমি হতে চাই,
তোমার কণ্ঠে সুর ।
আমি হতে চাই তোমার দৃষ্টি,
দূর হতে বহু দূর ।
আমি হতে চাই তোমার,
হৃদয় জয়ী বীর ।
আমি হতে চাই তোমার
ছোট্র সুখের নীড় ।
আমি হতে চাই তোমার,
কপালে নীল টিপ ।
আমি হতে চাই তোমার,
স্বপ্নে দেখা সবুজ দ্বীপ ।
আমি হতে চাই,
তোমার কণ্ঠে গান ।
আমি হতে চাই,
তোমার হাজারো অভিমান ।
আমি হতে চাই তোমার,
পথ চলার সাথী ।
সৃজিতে নতুন ইতিহাস,
প্রেমের মালা গাথি ।
আমি হতে চাই তোমার,
খাঁচায় পোষা পাখি ।
ভাঙ্গিয়ে দিতে ঘুম,
কোকিল কণ্ঠে ডাকি ।
আমি হতে চাই বৃক্ষ,
তোমার চলার পথে ।
একটু ছায়া, একটা মায়া
তোমায় বিলিয়ে দিতে ।
আমি হতে চাই তোমার,
কলম কিংবা খাতা ।
আমি হতে চাই তোমার,
ডায়রিতে প্রিয় পাতা ।
আমি হতে চাই,
তোমার আকাশে চাঁদ ।
আমি হতে চাই তোমার,
দুখের জোয়াড়ে বাঁধ ।
আমি হতে চাই,
তোমার হাতে কাচের চুড়ি ।
আমি হতে চাই ভালবাসার খনি,
তোমার হৃদয় জুড়ি ।
আমি হতে চাই আয়না,
দেখিতে তোমায় শুধু ।
আমি হতে চাই দুখের সাগরে,
তোমার সুখের বিধু ।
আমি হতে চাই শীতের সকালে,
সূর্য কিরণের সুখ ।
আমি হতে চাই বৃষ্টি,
মুছে দিতে সকল দুখ ।
আমি হতে চাই চাদর,
তোমায় জড়িয়ে নিতে ।
আমি হতে চাই আদর,
তোমায় বিলিয়ে দিতে ।
আমি হতে চাই ফুল,
খোপায় গোজার তরে ।
আমি হতে চাই গান,
তোমার গুনগুন স্বরে ।
আমি হতে চাই সহযোগী,
তোমার সকল কাজে ।
আমি হতে চাই রংয়ের মেলা,
রংধনু সাত রং সাজে ।
আমি হতে চাই,
আধার ভেদী কোমল সূর্যালোক  ।
দেখিয়ে দিতে তোমার চোখে,
সপ্নে ভরা বুক ।
আমি হতে চাই শীতল হাওয়া,
তোমায় জুড়িয়ে দিতে ।
আমি হতে চাই ঢাল,
সকাল, দুপুর, গ্রীষ্ম কিংবা শীতে ।
আমি হতে চাই ধমকা হাওয়া,
কালবৈশাখী ঝড়ে ।
মুছে দিতে সকল গ্লানি,
জমা অতীতের কোষাগারে ।
আমি হতে চাই টাপুর টুপুর,
বৃষ্টি পড়ার ছন্দ ।
আমি হতে চাই চিরসঙ্গী,
সময় ভাল কিংবা মন্দ ।