প্রেম আজও  আছে কি কারো দেশের প্রতি
লক্ষ্য লক্ষ্য তাজা প্রাণ দিয়েছিলো যে  আহুতি
তরঙ্গ কি জাগে মনে দেখলে দেশের ক্ষতি
ঝংকার দেয় কি দেহে ক্ষুদিরাম সুভাষের প্রতি


এখন তো সব আছেন নেতারা ওরাই সব
গলায় সোনার চেন কিংবা দামি পোশাক এইসব
কিংবা লম্বা লম্বা ভাষণ দিয়ে করে দেশের শোষণ
আরো আছে জায়গা জমি আত্মসাতের কাহন


দেশ চালানো এতই কি সোজা হায়রে বোকা
লাখো লাখো শহীদের রক্ত ফোটোতেই তাই  রাখা
তাঁরা এখন জানেন না যাদের জন্যে ছিল দান
তারাই এখন লুটছে দেশ নিজেকে ভাবে বুদ্ধিমান


কোথায় আছে সোনার ফসল সোনার মতন জীবন
বারো চোদ্দ ঘন্টা খেটে করেন তাঁরা জীবনযাপন
সহমর্মিতা গেছে চুলোয় নেই নিঃস্বার্থ দান
টাকা টাকা করেন এরা টাকাই নাকি সম্মান


হায়রে হায় টাকায় যদি মেলে সম্মান
কাদের মুখ চেয়ে শহীদরা দিয়েছিলেন প্রাণ
না খেয়ে নৃশংস অত্মাচারেও দেশ বেচেনি তাঁরা
নিজের পকেটের শেষ সম্বল দিয়েছিলেন ওঁরা
সোনার দেশ গড়বে বলে সোনার প্রজন্ম দেখার আশায়


কেউ কি আছেন যারা নিঃস্বার্থে করবে দান বাঁচাতে দেশের দশের সম্নান?
বলুন আছেন কি কেউ!আছেন কি কেউ! আছেন কি কেউ?