বর্ণে বঙ্গাব্দ


(অ) অমর এই বঙ্গাব্দ শুরু হলো বৈশাখে
(আ)আমটি এলো জৈষ্ঠে, দুলবে শাখে শাখে।


(ই) ইলিশ ভাসে আষাঢ় আসে গাঙের ভরা জলে
(ঈ) ঈর্ষা ভাসুক এই শ্রাবণে, শিবের পদতলে ।


(উ)উমার ঘরে ভাদ্র মাসে হলো ভাদু পূজা
(ঊ)ঊষার আলোয় দূর্গা মায়ের দেশ ঘুরতে আসা।


(ঋ)এই ঋতুতে মাটির প্রদীপ জ্বালায় কার্তিকে
(ঌ)পল্লী তখন সাজে নবান্নে বঙ্গ ভাসে সুখে।


(এ)এসো প্রিয় নলেন গুঁড়ে পৌষ পাবনের পালা  
(ঐ) ঐযে মাঘে বীণাপাণির গলায় ফুলের মালা।


(ও)ওড়ে আবির ফাগুন প্রাতে , পলাশ এলো শাখে
(ঔ) দ্যাখে বৌ চৈত্র দাঁড়ায় বঙ্গাব্দের শেষ ভাগে।


============================