যখন ওর দেহটা পুড়ছিল
শব্দ গুলো চুপ ছিল
মনটা যেন  শুন্য ছিল
ওর বয়স সবে তো উনিশ ছিল l


চারটা বছর আগে ওকে যা চিনতাম
চারটা বছর পর অচেনা যেন ছিল
চারটা বাড়ি পর ওর ঘর ছিল
ওর বয়স সবেতো উনিশ ছিল l


তীব্র বেগে গাড়ি নিয়ে পেরিয়েছিলো  
পেছনে ফিরে দেখি চারটা বছর পেছনে ছিল
সেদিন ওর বাড়িতে  কেনো পুলিশ ছিল?
ওর বয়স সবেতো উনিশ ছিল l


চোখে চোখ পড়লে আগে সরিয়ে নিতো
চার বছর পর ওর মুখে মদের ঝাঁঝালো গন্ধ ছিল
আর বিষ ভরা অচেনা দুটি চোখ ছিল
ওর বয়স সবে তো উনিশ ছিল l


যুবকরা এত নেশার ঘোড়ে মত্ত কবে ছিল?
বিদেশ থেকে যা আমদানি ছিল
এটাই কি কাম্য ছিল?
ওর বয়স সবে তো উনিশ ছিল l


নেশার ঘোরে দুলছে সমাজ
হাসছে ওরা ব্যাঙ্গ করে
দুশো বছরে পারেনি যা
নিচ্ছে যারা আলিঙ্গন করে l
এটাই কি কাম্য ছিল?
ওর বয়স সবে তো উনিশ ছিল l