এসো বসন্ত ফিরে এসো
এই রুক্ষ জ্যৈষ্ঠে এসো
সময় যেন গেছে থেমে
আবির আবার আসুক নেমে l


যার গেছে সব যার গেল
চোখের জলে লেপ্টে ধুলো
হতাশা ক্লান্তি কাটুক এবার
বুক ভরে দাও রঙে সবার l


ক্লান্ত কানাই পথের পাশে
একাকী ঐ বসে আছে
রঙের থলিটা পাশে পড়ে
ঘন মেঘ আকাশ জুড়ে
ফুৎকারে দাও, দাও উড়িয়ে
রাঙিয়ে দাও আকাশ জুড়িয়ে l


সময় যেন হিমেল তুষার
বিষের ছোয়ায় জীবন অসাড়
এসো বসন্ত ফিরে এসো
আবার বহ্নি হয়ে এসো
রঙের ছোঁয়ায় দাও রাঙিয়ে
মনের অসুখ দাও ভাঙিয়ে l


মুঠোয় ভরে রঙের ঢেউ
নাহোক বন্দী এবার কেউ
ক্লান্ত কানাই উঠুক জেগে
ভরে উঠুক আবির মেখে l


নানান রঙে রাঙ্গুক আবার
নেচে উঠুক বিশ্ব সবার
এসো বসন্ত ফিরে এসো
যৌবনে আবার ফিরে এসো l