ফস্কা গেরো


সময়ের কাছে মানুষ বিক্রি
জীবন ক্রমে হলো যন্ত্র,
টাকার ওজনে ক্রীত সময়
দাসত্বের মূল বীজমন্ত্র ।💲


সময় কেনে কর্পোরেট
যত তুচ্ছ নগদ বলে
আম জনতা ক্রীতদাস
অর্থের মোহ ছলে।💲


প্রাইভেট থেকে কর্পোরেট
লক্ষ কোটির প্রকল্প
মধ্যবিত্ত ক্রমে হচ্ছে গরীব
মিথ্যে সাজানো গল্প ।💲


নেতার ট্যাকে ঢুকছে চাঁদা
কোম্পানির মন মর্জি
আমজনতা বলির পাঠা
করুন বোবার আর্জি।💲


নয় ঘন্টা কিনবে বলে,
ওরা খাটায় ঘন্টা বারো
অমূল্য বলে অ-মূল্যে কেনে
কর্পোরেট জীবনটা আরো ।💲


তুবুও নয়গো খুশি তাঁরা
স্বল্পে জীবন করে বিক্রি
সিভির জেরক্সে জমে ঢিবি
মস্ত সমস্ত দামি ডিগ্রি।💲


দামি তেল মারলেও পায়ে
তবুও খুশি নয়গো তাঁরা
যতই থাকুন অল আপডেট
মাথার ওপর ঝুলছে খাড়া।💲


ওদের হাতে সব ক্ষমতা
ধুঁকছে ভুগছে আমজনতা
খোঁসা ছাড়ানো মনুষত্ব
চুলোয় গিয়েছে সব মমতা।💲


আরে ধুর ধুর, এরা বুঝবে কবে
নিজের জন্য সময় নেই কারো
কর্পোরেট কিনছে মানব যন্ত্র
আইন কানুনের ফস্কা গেরো।💲