আমার আশা জেগে আছে নতুন সৃষ্টির জন্য
ক্ষুধা নিংড়ে ব্যথাগুলো চায় শুধু অন্ন

ফিরিয়ে দাও একটু ভাত আর একচিলতে ছাদ
বেহিসেবি জীবনযাপন থাকুক সব বাদ


কোথায় আছে সোনাদানা চাইনে রুপোর কাঠি
সারাদিনের কাজের পর শুতে চাই মাটি


নেই আমার কোনো জাত আমার নেই ধর্ম
কারো অন্ন জোগাতে চাই তাই ভাবি কর্ম


আমার নেই বয়স নেই কোনো পরিচয়
খুদার্তে করি অন্ন দান তাই হোক সঞ্চয়


অন্ন দানের চেয়ে বড়ো আর ধর্ম কিছু নাই
তাই কারো মুখের অন্ন কেড়ে নিসনা ভাই


জীবনে পাওয়ার লোভ আর থাকবেনা
ক্ষুধার জ্বালা বুঝবে যেদিন লোভ আসবেনা l