মনিপুরের সেই মেয়েরা


ভোরের কোনে জেগে থাকা রাতের জোছনা
আমার আকাশের সূর্য আজ জাগায় রক্তসিক্ততা
এখন উলঙ্গ পলকে জেগে আছে আঁখি
নৃশংস মহাশূন্য ভরা এক জীবন্ত দগ্ধতা।


বুনেছিলাম জোনাকি ভরা এক ছোট্ট বাসার স্বপ্ন
নৃশংস হায়নারা ছলনায় ভেঙে দিলো সেই দিন।
আমি এখন নিঃসঙ্গ মহাকাশ জুড়ে বিবস্ত্রা অভিশাপ,
আমার এক আকাশ মেঘে ঢাকা, মৃত্যু তুমি পরাজিতা নীল।


অনেক হেটেছি চেনা-অচেনা পাহাড়ের রাস্তা দিয়ে
ক্লান্ত বিকেলে এখন বেসুরো লাগে বাঁশীর সুর
অসহায় চাঁদের জোছনা ওরা খুবলে ছিঁড়ে খেয়েছে
উলঙ্গ রাতের আঁধারে আমি নগ্ন একাকী বহুদূর।


তোমাদের অভিযাত্যের উদ্যোনে আমরা আজও বস্ত্রহীনা মর্মর
তবু তোমরা করোনি বিশ্বাস, উলঙ্গ রাজাই সত্যি ভারী !
এই আর্তনাদও মুছে দেবে সংবাদ,শুধু নগ্নতাই হবে বিক্রি,
তবু এই বিশ্বের সব যাতনা সইতে পারি, আমিই সেই নারী।


"দ"