তোমার আঁখি এঁকেছিলেম মনের পট মাঝে
যেথায় রাঙা সূর্য খেলে আলোর সনে বাঁচে  l


আজিকে কেউ নয় গো ক্ষুদ্র না হলো বা কেউ শুদ্র
ক্ষুদ্র বৃহৎ বোঝেনা হৃদয় তোমা' বিরহে চক্ষু হলো আদ্র l


আমি তোমার প্রেমে হলাম মাঠে, তোমার খেলার সাথী
দোলাও দোলাও হৃদয় দোলাও হলাম তোমার সমব্যাথী l


ভালোবেসে সখা মোর নামটি বক্ষে লিখে রেখো
ধনী গরিব একই যে মানুষ মনের গভীরে চেয়ে দেখো l


তোমার গানের সুতোয় দুই বঙ্গ বাঁধিছ যখন একশাখে
সেই বাঁশির সুরে সকল বেদনা আবার ভোলাও আজিকে  l


আমরা বাঙালী হৃদয়ে ধরে রাখি হে জগৎ শ্রেষ্ঠ কবি
মনের আকাশে যদি মেঘ আসে, তোমার স্মরণে আলো সবি l


শ্রেষ্ঠ কৃত্তে মোদের চিত্তে তব বিরাজে তোমার ছবি
নমো নমো নমো শ্রেষ্ঠ ঋষি মম মোদের আশীষ করো আজি l