আকাশ হটাৎ ঘন কালো ঘোড়
এমন প্রলয় আগে দেখেনি ভোর
ঘরের কঙ্কাল দাঁড়িয়ে সাড়ি সাড়ি
পরিযায়ী পাখি এখোনো ফেরেনি বাড়ি l


কেউ বা ফেরেনি ঐ নৌকাটা আছে উল্টে
তীব্র বেগে প্রচন্ড রেগে দিয়েছে সব পাল্টে
খাঁচায় বন্দী পাখিটার ছল ছল দুই আঁখি
হারায় স্বজন ঘর আর ওর কিছু নেই বাকি l


কঠিন সময় তাই হাতে হাত মেলাও সব বন্ধু
পেরিয়ে যাবে সময় শান্ত হবে বিক্ষুব্ধ সিন্ধু
ক্ষুব্ধ সময় এই সময় করোনা আর ছেলেখেলা
ভগবান তুমি আশীষ করো সুমতি হোক এই বেলা l


++++++++++++++++++++++++++