হাতে হাত মেলাও প্রাণ মেলাও বন্ধু
আজ মনের কৃপণতা ভেঙে ফেলি
আজ নিন্দুকদের মুখে শুধু চুন কালি
আবার হাতে হাত ধর মন মেলাও বন্ধু l🤝


অসীম মহাশুন্যে জাগে দুই আলো
সকালে দেয় রোদ্দুর যাকে সূর্য বলো
রাতে আবার স্নিগ্ধ চাঁদও লাগে যে ভালো
এই বাদে যাই থাকে তাই যে লাগে কালো l🤝


নিন্দুকের চক্রান্ত দিয়েছে শুধু দুইভাগ কাঁটাতার
লাল রং বোঝেনি সে রক্ত আসলে কার?
শুধু অহংকারের লড়াই দিয়েছে ক্ষত বিক্ষত মন
পাওয়ার চেয়ে হারিয়েছিযে বেশি করো স্মৃতি চয়ন l


মন বলে কাঁটাতার  ভেঙে দিয়ে আজ
ওপার পদ্মা এপাড় গঙ্গা মিলুক আবার  
তুমি আমি ভেদ দাও এখানে করে শেষ
আবার ধরো হাত বন্ধু এক করো দুই দেশ l🤝


আজকে আমি বন্ধু তোমার এই  পুণ্য দিনে
এপার ওপার আসলে নিরাকার নাও তবে চিনে
আবার হাতে হাত ধরো প্রাণ মেলাও প্রিয় বন্ধু
কবি ভাঙো কাঁটাতার লেখো কবিতার অজস্ৰ কালির বিন্দু l🤝


🤝🤝🤝🤝🤝🤝🤝 🙏🤲 🤝🤝🤝🤝🤝🤝