স্বেচ্ছাসেবক হয়ে যদি তোমাকে সাজানোর দ্বায়িত্ব নেই,
তাহলে আমার হাতে তোমাকে আরও সুন্দর দেখাবে না?
তোমার হাতের সাজানো সংসার যেমন করে সুন্দর হয়,
সেটা কি কেবল পরমেশ্বরের অবদানে রমনীর গুণে?


জানি তুমি সুন্দর তবুও……
একটু আলতো হাতে আলতার প্রলেপ লাগাতে চাই,
কোন্‌ নখ পালিশ টা মানাবে ভালো যদিও জানা নেই,
তবুও বলি হালকা গোলাপী রঙের….
মানাবে ভালো বোধ হয়।
লিপ্‌স্টিক টকটকে লাল মানাবে না…
ভালো হালকা হওয়া কি চাই বলো?


যদিও সুন্দর এমনিই  দীপ্ত……
তাহলে আমি বোকা, তাই কি সাজাতে নিয়েছি দায়ভার?
সৌন্দর্যকে সুন্দর ভাবে সাজানো এক অলংকারিতা বটে,
হোকনা সে অলংকার যদি তোমায় আরও সুন্দর করে তোলে,
মিতভাষী তোমার হালকা মিচকি হাসি আতিথ্য ব্যবহার,
সেটাও তো আবার তোমারই অলঙ্কার।
সবই আছে তোমার গুণে তবুও নিচ্ছি অঙ্গীকার,
সাজাবো এবার আমার মতো তোমাকে বার বার।