লোভ-লালসার অন্তহীন কামনায়…
যে দুর্গম পথ পার হয়ে যায়…
সারাটি জীবন।
উতার-চড়াও বাঁধ মানে না…
কোনকালেই…
দুর্বার প্রয়াস এক আকাশ ইচ্ছা…
সীমানা ছোঁয়।
ঝড়ের আকাশের পূর্বাভাসে ক্ষুদ্র কামনা বাসনা..
আরও জ্যান্ত ইচ্ছা বেক্টেরিয়া দুই দুগুনে চার হয়
স্বতঃস্ফূর্ত ভাবনা গুলো এর ওর ভাবনায়…
ঠোকর খায়।
পলেস্তারা খসে সম্পর্কে অভিমানে..
খোলস পরে…
বিশ্বাসে মাটির প্রলেপ লালসার জলস্রোতে…
বহে চলে।
মোহনার দিকে এগিয়ে যেতেই বিশ্বাস…
অবিশ্বাসের জোয়ারে।
সবকিছুই বিলীন সমুদ্রের বুকে…
কিছুই থাকে না,শুধুই অনুশোচনা,
পশ্চাতাপই সঙ্গী…
জীবন নদীর তীরে একাকীত্বর একটি শিকড়
আগলে রাখে…
পালহীন জীবনের গতি যেনো থমকে যায়…
নির্দিষ্ট ইঙ্গিতে…
জলের ঝাপ্টায় কখন মাটি ছাড়া হবে…
একগুচ্ছ সাফল্যতার নিরানন্দতা নিয়ে।