আমার গল্পের এক অধ্যায়ে কবেই পড়েছিলো যতি.
ভাবনার আকাশে উড়তাম খেলতাম বাতাসের সাথে।
যেখানে থাকতো আমার আমিত্ব উচ্চাকাঙ্খার সাথে।
সহবাস ছিলো আমার নাম অর্থ যশ প্রতিপত্তি।


একগুচ্ছ কোমল ইচ্ছা ফুলের সাথে বন্ধুত্ব করেছিলাম..
ছোটবেলায় তেমন জোর করেনি আমার ইচ্ছা প্রেম।
আমার জন্য আমিই হয়তো ছিলাম সর্বনাশা…
উচ্চাকাঙ্খার পথে বাঁধা নোঙ্গর ঘাটের ডিঙ্গি ছিলাম।


কখন যে গেলো ছুটে দূর সীমানায় ভরাডুবির টানে…
হলাম আমি দিশাহারা একাকিত্বের ঘরে।
প্রাণের মায়ায় হাবুডুবু মাথা তখন ঘুরে।
জ্ঞান হারিয়ে বোঝতে শিখলাম বড় হওয়ার মানে।


মধুর শৈশবের খেলার মাঠ পেরিয়ে পৌছে গেলাম সীমান্তে…
এ সীমান্ত যেনো খোলা আকাশের নীচে কারাগার।
কেবল দ্বায়িত্ববোধের চাবুক কষে দিনরাত প্রতিবার।
নির্যাতিত আমি কাকে বোঝাবো এই জীবনের প্রান্তে?


মাঠ আছে সাথী নেই, বল আছে বোলার নেই ……..
ইচ্ছে গুলো যেনো শুকিয়ে গেছে যা ছিলো অতীতে।
হাড়ভাঙ্গা খাটুনির প্রাসাদোপম অহংকারে বন্দী আমিত্ব।
কোন এক বিছানায় রাতে স্মৃতির আকাশে অবহেলায় পড়ে রই।