উল্লাসে আজ ডগমগ ফুটন্ত বাস্পে দিশাহারা মন…
ওয়াশিংটনের বাঁশিওয়ালা বাজায় বাঁশি সুদূরে প্রসারিত শুভক্ষণ।
আচ্ছন্ন মন এলোমেলো ছুটে পাস্‌পোর্ট ভিসার দপ্তরে…
কলাবরেসনে উন্নত দেশ কেনাবেচায় ভারতীয় ইমিগ্রেশনে।
বুদ্ধিদীপ্ত বসনে অলঙ্কৃত আচ্ছাদনে ছেলেমেয়ের বিকশনে…
আঁকাশ পাতাল স্বয়ম্ভূতল উড়াল দিয়ে একগুচ্ছ ক্যামেলিয়া হাতে।
ভুলুন্ঠিত স্বদেশ…উর্ধগগনে পশ্চিমীয় দেশে মেধাবী শক্তি বিতরনে..
গর্বে ভারতীয় আমারই দেশের ছেলে আমেরিকার শ্রেষ্ঠ অভিবর্তনে।
অভাগা দেশের কুসুম ফোটেছে দূরদেশে অভিমানী মা কেবল জানে,
কত সহস্র অশ্রুভিজে ভারত মেদিনী দুঃখবিলাসে হর্ষিত করতালে।
নতমস্তকে…..মুখ হাসে ওর……বুক ফাটে ওর…..
তবুও বলে আমি ভালো আছি সুখে।
কি নিদারুণ ব্যথা শান্ত স্মিত হাসির নীচে অর্থবন্দী হয়ে থাকে..
জনসমূদ্রের মিলনমেলায় প্রবাসী ভারতীয় আজও ভারতে বন্দিত।
ভারত আমার জন্মভূমি তাই বলেই ওরা ক্ষান্ত…..
প্রাণ কাঁদে মোর বিদেশ থেকে….ভারত বাসীর দুঃখ দেখে।
বিদেশের মাটিতে অর্থ আছে…তা ছেড়ে যাই কেমন করে।
পূর্ব পশ্চিমের মিলন মেলায় নাগর দোলায় চড়ে দেখে যাই…
ভারত আমার মাতৃভূমি তার দুঃখ কেমনে ঘুচাই।