ব্রেন্ডেড কবি…
আমার থেকে বড় কবি?
হতেই পারে না…
আমার কত বই ছেপেছে দেখছো না।
লবীর স্বার্থ….
নেই জায়গা যারা ব্যর্থ।
কবিতা লিখার প্রয়োজন নেই,
যার কাছে ব্রেন্ডেড ভাবনা নেই।
কমেন্ট কাকে?
আমি বাবা পারবো না কমেন্ট করতে যাকে তাকে
আমার কবিতার দাম আছে,
পাবলিকে আমার যথেষ্ট সুনাম আছে।
দেখছো না গ্রুপে…
একটা কবিতাও পাশ করবে না প্রুফে,
পাবলিশারের আহামরী চিৎকার…
ব্রেন্ডেড ছাড়া কার আছে লিখার আধিকার?
দুঃখিত হবে পাঠক…
খুব সুন্দর,অসাধারণ,অপূর্ব, দারুণ ভালোবাসার কারক।
ভাবনার কদর ওরা দেয় যারা সত্যিকারের ব্রেন্ডেড নয়,
গাধার মতো খেটে মরুক যারা সত্যিকারের কবি নয়।
বন্ধু মহান কবি !
তা তো বটেই,শব্দের প্যাঁচে কবিতা ধরে রাখি।
অর্থ যশ,তা তো প্রচুর যদি থাকে প্রমোটার ভাই,
বিদ্রোহী কবির পরিবর্তে বিতর্কিত কবি হতে চাই…।