আগুন ঝরা এই ফাগুনে হঠাত তোমাকে দেখা..
ফাগুন হাওয়ায় তোমার নামের আগুন জ্বলে।
পরের জনমে বরফ হয়ে শীতল হাওয়ায় শান্ত হবে,
প্রাজাপতি তখন হলুদ বসন্ত নামাবে এক বিকালে।


প্রাণ কাঁদে মোর গাঙের তীরে পলাশ গাছের নিচে,
নানা রঙের ফুল ফোটে কোকিল পাখির কুহুতানে,
গচ্ছিত মোর হৃদয় যেনো আছড়ে পরে শিশুর মতো,
বায়না ধরা মনটা আমার চেয়ে থাকে আকাশপানে।


প্রাণের ব্যথা জানাই কোথা সৃষ্টিশীল অনন্যতায় বাঁধা,
লাল পলাশের রঙের টিপে সাজাই তোমায় অনেকবার।
বুকের মাঝের হাহাকার রঙের সাথে রং মিলে না আর,
সরিয়ে রাখা সাদা কালো ছাইয়ের রঙে মিশে বারবার।


কোমল হাতের স্পর্শে যখন আলগোছে প্রেম জাগে,
শিহরিত মন প্রেমের কাছে লালহলুদের রঙে সাজে।
ভ্রমর গুঞ্জে দখিনা বাতাসে ভালোবাসায় বসন্ত প্রেমে,
লাল হলুদের আভরনে একগুচ্ছ কৃষ্ণচূড়া তোমায় খুঁজে।


এখনো খুঁজি তোমায়  ঘুমের ঘোরে শয়নে স্বপনে বারবার,
আমি ভ্রমে বাঁচি এতোটি বছর সুখে আছো তাতো জানি।
হারানো মুখ ফিরে আসে দহন জ্বালায় পোড়া কালো মুখ,
মৃত্তিকায় জ্যোৎস্নার চাঁদরে থাক ঢাকা আমার দগ্ধ প্রেমকাহিনী।