ব্যবসা করে পেট চালানো,
কমতি টাকায় খুচরো পেশা।
ব্যবসাই যখন উত্তম পন্থা,
বেঁচে থাকার একমাত্র আশা।


বাড়ুক না যত ডিজেলের দাম,
হাতেই আছে তার প্রতিকার।
বাড়িয়ে দেবো চালের দাম,
লাগুক যত মানুষের হাহাকার।


চাকরী বাকরী গোল্লায় তুলি,
ভাবছি বসে কি ব্যবসা করি।
হাতে আছে মানুষ ডিগ্রীধারী,
ভীষণ ঝামেলা নিয়ে কর্মচারী।


মিষ্টির দোকানে কর্মচারী চাই,
ডায়বেটিস রোগীদের দিতে চাই।
নিরামিষ হোটেলে কষাই চাই,
আমিষ হোটেলে রাজস্থানী ভাই।


টাকা দেবো কাবুলির হাতে,
ভরবে তহবিল সুদে আসলে।
ব্যবসা তখন জমবে ভালো,
থাকবে না পিঁপড়া দুধে জলে।