আমি বেঁচে থাকি স্বপ্নে
কত আজব কথার দেশের গল্পে।
একটি মুহূর্তের অবসর নেই
ভাঙছে বদলাচ্ছে স্বপ্ন অকালেই।


আমি স্বাক্ষী নব প্রজন্মের
কতকিছু দেখেছি এই জন্মে।
লিখেছি কত কালির কলমে
এখন লিখি কীবোর্ডের বোতামে।


রেডিও ছেড়ে সাদা কালো টিভি
অ্যান্টেনা পাকিয়ে আসতো ছবি।
এখন পেয়েছি মোবাইল টিভি
এ্যালেক্সার কথা বলবো আর কি।


গ্রামোফোনের যুগ পাল্টে গিয়ে
ইউটিউবের অনুরাগী হয়ে…
হাই পাওয়ারের চশমা ছেড়ে
কন্টেক্ট লেন্সে জ্যোতি বাড়ে।


সহজলভ্য সহজ জীবনের স্বপ্ন
বিকশিত জ্ঞানে কমছে কষ্ট।
ঘামের বদলে চিনির প্রসার
বাড়ছে টেনশনে ব্লাড প্রেসার।