ভেঙেছে ভেঙেছে আজ সভ্যতার খেলাঘর,
চারপাশ আবর্জনার অসভ্যতায় ভরছে স্কুলঘর।
চলছে মিছিল রাস্তায় বাচ্চাদের রিইউনিয়নের,
বাচ্চারা ইতিহাস গড়বে নতুন পথে সাম্যবাদের।


যতসব পড়ার বিষয় বিরক্তিকর অরুচিকর,
অনলাইনে পড়াশুনায় যথেষ্ট মনোমুগ্ধকর।
অনলাইনে সময়ের ফাঁকে দেখা যেতে পারে…
জ্ঞানের পাঠ শেষে খেলা যায় পাবজী দিনদুপুরে।


হাসির ছলে ছন্দময় কত কৌতুক অভিনয়,
নীল আলোতে মস্তিস্কে প্রভাব পরে রয়।
চারপাশ স্তূপাকার অজ্ঞানতায় শিক্ষা অচল,
ইতিহাসে ছড়াছড়ি আকবর শাহজাহান মহল।


সভ্যতার আগাগোড়ায় ছত্রাকের বাসা,
শিশুর মুখে ফুটে উঠে পরিপক্ক বয়সের ভাষা।
ওদের পাকা পাকা মুখের ভাষায় সরলতার অভাব,
অপরিপক্ক বয়সেই যেনো পরিপক্কতার ভাব।


শিশুর কথায় সবাই হাসে প্রশ্রয়ের সাথে,
মা বাবার গৌরবে বুক ফুলে,”বাহ বেটা” বলে।
সচেতনতার বড়ই অভাব জীবনের সীমানায়,
উচ্চ শিক্ষায়,শিক্ষিত সমাজের পিচ্ছিল কিনারায়।