দুটানায় গাঁথা মালা পরিয়ে দিয়েছিলাম তোমার গলায়,
সেদিনও তুমি ছিলে একা আজও একা এই বসুন্ধরায়।
শীতের রাতের শীতটুকু...
তোমার এখনো ভালো লাগে?
ভালো লাগে তোমার শিউলি ঝরা রাতে....
একা বারান্দায়?
সেদিন তোমার চিঠিতে লিখেছিলে....
মিস্ করো আমায়…
সত্যি কি ভালোবাসতে পেরেছি...
তোমায় বা তুমি আমায়?


রুদ্ধশ্বাসে আকাঙ্ক্ষায় ভবিষ্যৎ কেরিয়ারের স্বপ্নে..
বিভোর আমি কর্মজীবনের সাফল্যের স্বপ্ন আমার চোখে।
দম বন্ধ এই স্মৃতির শহরে কোথাও নেই আজ সাফল্যের চাবি,
অফিসে অফিসে আবর্জনার স্তম্ভ অফিসার-উৎকোচ-কেলেঙ্কারী।
ডিগ্রী কদর্য…সুপারিশ নয়তো অর্থ..
ভালোমানুষি নয় ধূর্ততা খোঁজে,  
তবুও দম বন্ধ এই ব্যবস্থায় পরে আছি স্বপ্নের সোনালী খনির খোঁজে।
সে চাবিতেই যে স্বপ্ন আছে,
রাজকন্যা যে তুমিই…মনের মাঝে….
জানি! সাফল্য অব্দি অপমান সঙ্গী!
তারপর বন্ধু হবে সবাই সকাল সাঁঝে।


অপেক্ষায় আছি, সেই রাত্রের জ্যোৎস্নায় তোমার মুখে…
দেখতে পাবো একচিলতে হাসি তোমার ঠোঁটে ….দৃঢ় চোখে…
দেখবে আমার সাফল্য, যেখানে থাকবে শুধু তোমার পছন্দের ভাষা।
সেখানে থাকবে শুধু কৃতজ্ঞতা ভালোবাসার, আত্মপ্রত্যয়ের ভাষা।