তপ্ত দুপুরে রৌদ্র ঝলমলে,
মেঘের আড়ালে জলকণা।
ভয় পেয়েছে মেঘবালিকা,
মেঘের নির্দেশে করছে মানা।


টাইটুম্বুর শীতল জলদ বারি,
আকাশ পথে পাচ্ছে বাধা।
সপ্তরথী পথ আগলে বসে,
মেঘের কপালেও ঘর্মকণা।  


কোমল স্পর্শে অভিমানী মনে,
মেঘ বালিকার অঝোর ক্রন্দন।
ধরার উপরে বর্ষিত অশ্রুপাতে,
স্পন্দিত যৌবনে ফিরবে জীবন।


আয় রে আয় বৃষ্টি…….
কররে নতুন সৃষ্টি।
তোরই ছোঁয়ায় নবজীবনে,  
তৃষিত হৃদয় যেনো পায় তৃপ্তি।