একটি একটি করে প্রতিটি শব্দ প্রতিযোগিতায় নামে,
আমার আমিত্বে ঘূণ ধরে সহজ ভাষায় সরল জীবনে।
আঁকাবাঁকা পথ সহজ নয় ব্যথা বেদনায় ভরা অনিবার্য্য,
সহজসাধ্য সুগম পথও লালসায় পূর্ণ চিরস্বীকৃত অভেদ্য।


সুকৌশলে যতই ভাবি সহজলভ্য, ততই বেশি দুর্ভেদ্য,
দেখেছি কত সহজ সরল মানুষ নাস্তানুবুদ জটিলতায়।
জটিলের সাথে লুকোচুরি কখনো তরল কখনো গড়ল,
তাই নিয়েই বেঁচে থাকি আমার সহজ সরল জীবনে।


ভাবায় যেনো এ জনমে দুঃখের আবর্তে সুখ মননে,
আসবে বলে ভালোবাসা যায় অন্য চরিত্রে ব্যভিচারে।
যতই ভাবি সরল মনে আসবে সুখ আমায় ঘিরে,
ততই বেশি যায় দূরে সর্বহারা অকাল্মৃতর সন্ধানে।


আমার জীবন  খেলার ছলে জমা করে দুঃখ যেমন,
অকৃপণভাবে বিলিয়ে দেয় সুখের থেকে বেদনা তেমন।
সুখের থেকে কষ্ট ভরে অসঙ্গতির টুকরো টুকরো থলিতে,
সহজ সরল মানুষ ক্রেতা হয় অসহায়ে দুঃখ ভরে জীবনে।


এক্মুঠো চালের দানায় ভর্তি হয় যে ভাতের হাড়ি,
ঘামঝরা ঐ চালের সাথে মিশে থাকে সরলতার বড়ি।
বাঁকা জীবনের অঢেল ধনে সুখের সাথে মিশে না মনে,
শান্তি যেনো প্রতিযোগিতায় নামে সহজ সরল জীবনে।