অনেক হয়েছে আর নয় দিশারীর পথে চলেছি অনেক,
যতই গেছি কাছে তত বেশি পেয়েছি অবহেলিত অন্ধকার।
শুরু থেকে আলোর পথে চোখ ধাঁধানো অন্ধকারে ডুব দিয়েছি যত…
তত বেশি বিচ্ছুরিত প্রকাশ করেছে নাস্তানাবুদ।
আলোর দিশারী পথ দেখিয়ে চলে গেলেও….
সেইভাবে প্রস্তুত হতে হয় তা জানার অবকাশ ছিলো না।
তবুও চলে যাই আমরা পথ ধরে গন্ত্যবের ঠিকানায় অনির্বচনীয় প্রথায়।
ওপারের আঁধারের সাথে নিমজ্জিত হয় অলীক কল্পনা…
মিথ্যের মোড়কে সাজিয়ে নিয়ে যতই করি না আস্ফালন…
অন্ধকারে বশীভূত ভাবনা এক ছটাক আলোর অপেক্ষায় ভোরের প্রহর গোনে।
ভোরের আলোতেই দিশা পায় রাতের আন্ধকারের অবসাদে…
আলোর ঢাকানায় ঢেকে থাকে রাতের স্বপ্ন অন্ধকারময়।
ফাঁকা জায়গায় একটুকু বিচ্ছুরণের আশা জাগায় মনে,
পরক্ষণেই ঘুটঘুটে অন্ধকারে আচ্ছন্ন আমি।