আহা! অভিমানী মন….
কেনো মানে না যখন তখন।
দিনগুলো পিছনে যায় সরে,
থেকে যায় শুধু স্মৃতির ঘরে।


স্মৃতির আঁধারে মনে গাঁথা,
বাস করে নিরবে কিছু কথা।
আগুনে সেঁকা প্রেমের কবিতা,
শিউলি ঝরার মতো রূপকথা।


শিউলি ঝরে শরত কালে,
ঝরে প্রেম হৃদয় মাঝে।
টুকরো টুকরো সংলাপ,
সময়ে সময়ে করে বিলাপ।


পথ চেয়ে বসে আছি,
জীবননৌকার আমি মাঝি।
বৈঠা হাতে দাঁড় বেয়ে যাই,
স্রোতের টানে  ঠিকানা হারাই।