খাতা কলম লুপ্তপ্রায়,
শুরু হয়েছে ডিজিটাল অধ্যায়।
স্কুল কলেজে সরস্বতীপূজো,
জ্ঞানের আলো ইন্টারনেটে খোঁজো।


খাগের কলম গেছে উড়ে,
কালির দোয়াত আছে পড়ে।
ডট পেনেই লিখতে হবে,
কালির কলম কোথায় পাবে?


পরীক্ষাতেও লিখতে হয় না,
ও এম আর শীটে উত্তর দাও না।
যত পারো ভর্তি করো মগজটাকে,
তথ্যগুলো জমা করে বেছে নাও ভাগ্যটাকে।


স্কেনার মেশিন পরীক্ষক সমস্যা নেই তাতে,
বিচার বুদ্ধির নেই প্রয়োজন মেশিন সামলাবে।
উৎকৃষ্টতার পেছনে ছুটে যেও না,ভাবনার কদর পাবে না,
মেশিনে যা আছে শুদ্ধ উত্তর সেটাই ছাড়া আর কিছু পাবে না।


তাই পড়াশুনায় যতটুকুই করেছো লার্নিং,
সেটাকেই কাজে লাগিয়ে বেঁচে যাবে  নিগেটিভ মার্কিং।
আহামরি ভাবনা গুলো বাঁচিয়ে রেখো,
পি এইচ ডি তে কাজে লাগিয়ে নিও।


জ্ঞান দেবে বিদ্যে বুদ্ধি সৎ মানসিকতা,
তাই দিয়ে জীবন গঢ়বে আজকের শিশুদের মানবতা।
প্রযুক্তিগত শিক্ষা এবং মানবতার শিক্ষা দুটোই প্রয়োজন,
তবেই পাবে আজকের শিশুদল ভবিষ্যতের উত্তম মনুষ্য জীবন।