তুমি ছিলে কভু আমার একান্ত আপন
একান্ত আপন তাই থাকো নি আমাকে ছেড়ে
ছেড়ে যাওয়ার দুঃখ যদি আগে বুঝতাম
বুঝতাম আমি কতটা ভালোবাসি তোমাকে
তোমাকে নিয়েই সাজিয়েছিলাম আমার বাসর
বাসর রয়ে গেলো ফাঁকা বৃন্তচ্যুত গোলাপের ন্যায়
ন্যায় তো করেনি ঈশ্বর তবে মিছে কেনো বিশ্বাস
বিশ্বাস আড়ালে রেখে করেছে আমার সর্বনাশ
সর্বনাশ করে পেয়েছে ঈশ্বর আমার একাকীত্ব
একাকীত্ব কেবল আমার নয় স্রষ্টাও অভিযুক্ত
অভিযুক্ত কেবল মানুষ হয় পালনকর্তা দোষমুক্ত
দোষমুক্ত ভগবানও হারাবে উনার একান্ত তুমি।