হতেম যদি ছোট্ট খোকা,
মাঠে যেতাম সদল বলে।
দিনটি হতো ছবির মতো,
যেমনটি ছিলো রাখাল ছেলে।


হতেম যদি মায়ের আঁচল,
দিতাম না গো কাঁদতে মাকে।
জড়িয়ে ধরে মায়ের কাছে,
আঁচল হয়ে বোঝাতাম ওকে।


হতেম যদি জ্যোৎস্না আলো,
মায়ের চোখে ঘুম আনতাম।
রাত্রি বেলায় সোহাগ করে,
পরীর দেশে উড়ে যেতাম।


মায়ের আঁচল বড়ই প্রিয়,
সোহাগ ঝরা মায়ের আঁচল।
মুখ গুঁজে কান্না সেথায়,
মনটা যখন হয় দোলাচল।