এক তরুণী পিছু ধায়..
কোন এক বসন্ত বেলায়।
স্মৃতির আকাশে পরে রয়,
জীবনের গোধূলি বেলায়।


সকাল সন্ধ্যায় ধূসর ছায়া,
শরতের বাদলে মলিনতা।
তবুও কেনো ফিরে আসে,
বার বার তারই প্রতিচ্ছায়া।


উদাসীন হাওয়া পাগলপারা,
মেঘের কণা চোখের কোণে,
শান্ত বাতাস বইবে কবে?
উথাল পাথাল দখিনা কোণে।


উথাল পাথাল দখিনা কোণে,
কখন আবার আনমনে,
এক চিলতে রোদ আসবে,
জানালা দিয়ে কুঞ্জ বনে....