একাকী জনসমুদ্রে দিকভ্রান্ত উদাসী পথিক,
পথ ভুলে আশ্রয়স্থল খোঁজে হাতে নিয়ে প্রদীপ।
জীবনের কিছু পাওয়া কিছু অধরা মনোভাষা,
হাতছানির প্রত্যাশায় তোমার কাছে আসা।


মৃদু হাওয়ায় দোদুল্যমান এক তিন্‌কি জীবন,
অপেক্ষায় মাঝি বসে তরী নিয়ে ঘাটে অকারণ।
তারই মাঝে তোমার সাথে প্রথম দ্যাখা অচেনা…
ভালোবাসার বসুন্ধরায় দুটি হৃদয় হয়েছিল চেনা।


কিছু ছিল অজানা,কিছু ভয়, না জানি কেমন হয়,
তবুও কিসের টানে পাল ছিঁড়ে মিলে দুটি হৃদয়,
কখনো ঝরে বাঁধভাঙা অভিমানের মেঘ ভাঙ্গা বৃষ্টি।
সবার প্রত্যয় কিছুটা সময় আছে এখনো বাকী,


হৃদয়ের সাথে হৃদয় মিলে এক মধুর আশিয়ানা,
আজও মনে পড়ে সেদিন দুপুরের এক পেয়ালা চা।
গরম কাপে চুমুক দিয়ে তোমায় বাঁকা চোখে দ্যাখা,
চোখে চোখ রেখে চলছে গাড়ি সাথে কর্তব্যের বোঝা।


দুটি কম্পার্টমেন্টের দুটি জীবন ধারার দুটি অন্তর,
মিলেমিশে একাকার পার্থক্য খুঁজে পাওয়াও দুষ্কর।
এক থেকে দুই থেকে তিন অচিন পাখি আজ ব্যস্ত,
দুলছে তরী ঢেউয়ের সাথে আজ অনেকটা অভ্যস্ত।