পাওয়া না পাওয়ার হিসাবে সব গড়মিল,
যৌবনের শেষোর্দ্ধে অঙ্কের পাহাড় গড়ে।
থাক না পরে স্মৃতির ছায়ায় অশান্ত মনে,
কবিতায় তুমি রবে না রবে স্মৃতি চিরতরে।


রোজনামচার হিসেব গুলো উঠতি বয়সে ,
চলুক না অভিজ্ঞতার সিঁড়ি বেয়ে উপরে।
হিম প্রবাহে সূর্যরশ্মি যখন বিচ্ছুরিত হয়,
সে আলোই আলোকিত হোক সবার ঘরে।


সূর্য উঠে, উঠবে পূবে অনাদিকাল ধরে,
মুছে যাবে সব জাগতিক নির্মম প্রহসনে।
বলিরেখা স্পস্ট শেষ সীমানার কাঁটাতারে,
কুহেলিকায় আবৃত মন গুঞ্জে ধুসর প্রাঙ্গণে।


শিশির বিন্দু ছুঁয়ে যায় সর্বদা অন্তঃকরণে,
বয়সের কাছে চিরযৌবন বিলীন প্রকৃতিতে।
অবশেষে সুনাম অর্জনে খ্যাতির শিখরে,
বৃথা সব ব্যাথা,সুখের বার্তাবহে সুখানুভুতিতে।