শূন্য হয়ে গেছে মনটা ভারী..
চারিদিক অন্ধকার..কে কার?
জীবন নাটের চিত্রপটে আঁকা ছবি..
অপেক্ষা কেবল যবনিকার।
চরিত্রগুলো বিবশ অহমিকায়..
ইচ্ছেডানা মেলে বার বার।
ছুঁতে চায় আকাশ যতদূর চোখ যায়..
কেনো মিছে ভাবনারা করে অহংকার?


যা কিছু সম্বল তাই হউক না মনোবল,
এক টক্কর ভাবনার বাইরে কিছুক্ষণ..
টক মিষ্টি ঝালে হোক না কিছুটা অম্বল।
মিশ্রিত অনুভবের বিশাল সমুদ্রে মেলে দিলাম ক্ষুদ্র জীবন,
হাতে লাঠি পায়ে চটি এক পেয়ালা চা আর সামান্য অন্নজল।
বিলাসিতার মানসিকতা দখিনা বাতাসে ভরে কি মন?


বৃদ্ধাশ্রমের পূবের দুয়ারের তুলসী তলায় সন্ধ্যাবেলার যে প্রদীপ,
নিভু নিভু জীবন-মৃত্যুর সন্ধিক্ষনে আশায় উদ্দীপ্ত চোখে ভাসে…
মিশ্রিত সুখ-দুঃখে চেয়ে রয় সন্তান আসবে বলে..বিদেশ থেকে..
এক টক্কর ভাবনার বাইরে যেতে যেতে আবার ফিরে আসে…
যখন সন্ধ্যাপ্রদীপ নিভে যায় পড়ে রয় আধপোড়া সলতে…
প্রদীপের মাঝখানে।