রাতের বেলায় ঘুমের ঘোরে,
জ্যোৎস্না স্নানে  প্রাণটি জুড়ে,
শিহরণে সর্বাঙ্গে বিবস্ত্রা রজনী,
সোহাগ মাখি দিবস ও যামিনী ।


হিংসে হয় তারাদের যখন দেখি,
আঁধার আড়ালে যেনো দেয় ফাঁকি।
মিটিমিটি চোখে কি যেনো বলে,
নিয়ে যায় দূরে ছলে বলে কৌশলে।


বিনিদ্র ভোরের আকাশে তোমায় খুঁজি?
তারাদের সাথে গল্প করো বুজি?
ফিরে তাকাতেও তো পারো একটিবার..
তাতেই খুশী অনুভবে যদি আসো বারবার।


আমার আর্তনাদ তুমি কি শুনতে পাও?
বিকট মর্মধ্বনি  যত দূরে তুমি যাও।
অশান্ত মন ধেয়ে যায় তোমার পানে,
আমার অপার ভালোবাসার প্রতিদানে।