যাবে না ! প্লিজ্‌!
যেও না ছেড়ে আমায়…..যেও না ….প্লিজ!
এতো মন কেনো উচাটন….পুরাতনকে বিদায় কেনো?
পুরাতন ইচ্ছে গুলো থেকে যায় কিছুটা পূরণ হয় কিছু হয় না…
জানি নতুনের ডাকে পুরাতনকে জীর্ণ…শীর্ণ হতে হয়…এটাই কি নিয়ম?
মানি না এসব…থাকবে তুমি অনুভবে নতুনের পাশে…যেও না চলে।
নতুন কাপড়ে নতুন জামা পরিয়ে দেবো নাহয়?
থেকে যাও প্লিজ্‌…যেও না ছেড়ে…ইচ্ছে গুলো পড়ে আছে যে খোলা পাতায়।
কবিতার পাতায় সেদিনও ত তুমি বলেছিলে…
তুমি পলাশ আগুন…হলুদ বসন্ত।।
কত ছবি এঁকেছি তোমায় নিয়ে…
সোহাগ মাখা আদরে..সে দিনের বর্ষবরণ এখনো মনে পড়ে।
জানো!সেদিনের তোমার সেই কচি কচি পাতার হাওয়ায় দোলা…
শুভ্র আকাশের নীচে দাঁড়িয়ে বলেছিলে….
“আমি এসেছি”… তোদের ই দেশে…
কই সেদিন তো তুমি বলো নি বছর শেষে চলে যাবে।
তুমি ঠকিয়েছ বসন্ত…
তুমি শরত….তুমিও কম যাও নি…
তোমার প্রেমেই আমি মগ্ন ছিলাম…বসন্তে ছিলো পূর্ণাহুতি…
তুমি কাপুরুষ…এতো কিছু রেখে গেছো অসম্পুর্ণ…ক্ষমা করবো না…
যেতে হয় যাও আর……
মুখ ফিরিয়ে তাকাবো না…
কেননা দু আঁখি ভিজে আছে…
দেখি কি করে?