গলিত শবের প্রচ্ছদপটে মনুষ্যত্ব আজ একা…
কত শত ছবি থাকতে এসব কেন…
সবকিছুই আজ ফাঁকা।
মৃতের সংখ্যা বেড়েই চলেছে মনুষ্যত্বের ঠিকানা কই?
যদি পাই তিন বর…প্রথম বরে…মানবতার ভাষণ দিয়ে হবে কবিতার বই…
কবিতার পাতায় রবে শিক্ষা,
মনুষ্যত্বের সাধনে আবার মানুষ হবে পর্ব দুই।
মুমূর্ষু মৃত প্রায় রুগী খবরের কাগজে….
দ্বিতীয় পৃষ্ঠার বটম লাইনে অপেক্ষায়..
কবে হবে প্রথম পৃষ্ঠার শনশনি খবর…
মানুষ বেঁচে থেকেও আজ বেঁচে নেই।


দ্বিতীয় বরে ….২০২০ এর পর ২০২১ থেকে ২০২২এর দোরগোড়ায়…
হাতে ক্যামেরা সাংবাদিক অনর্গল না বকে রাস্তার চৌমাথায়…
যদি সাহায্যের হাত বাড়ায়
সত্যের পথে মানবদরদীর  টি আর পি তে কাজে লাগায়..
ছবি তোলে-অনর্গল বুলেটিন-ক্যামেরাতে ছবি…
সবকিছুই ব্যবসার জন্য নয়…
হস্পিটালের বিলের ছবি কোথায় থাকে…
প্রথম পৃষ্ঠায় কেনো নয়?
বিশাল পৃথিবীতে আছে যত নিস্পেষিত বর্ণ বিদ্বেষিত এখনো উপেক্ষিত,
ধর্মে ধর্মে ভেদাভেদ মুল্যায়নেই মানুষে মানুষে রক্তে প্লাবিত।
তৃতীয় বরে….সৃষ্টিতে..যদি স্বাক্ষরতা থাকে না...
নেই কোন হলফনামা…
তবে কোন অধিকারে লড়াই দাঙ্গা নিপাত যাক্ যুদ্ধের দামামা।