জীবনে কিছু পেয়েছি কি না জানিনা…
একবার আমি অমাবস্যার চাঁদের ঐ পাশটা দেখতে চেয়েছিলাম..
খুঁজেছি অনেক তাকে অনেকবার উল্টে পাল্টে দেখতে চেয়েছিলাম।
পাইনি চাঁদের আলো জীবনের স্বাদে ঠিক তেমন ভাবে…
একা নিভৃতে।
তিরশটি বছর আগে চাঁদ ছিল এক আকাশ ভালোবাসার স্বপ্ন…
আমার হৃদ সাগরের উথাল পাথাল ঢেউয়ে কোথায় হারিয়ে গেলো…
আর পেলাম না...
আজ অনেকদুরে কোথাও সে হয়তো জ্বলজ্বল হয়ে আছে।
সে এখন নিখুঁত…
আমার বিশ্বের দিকে ফিরেও তাকায় না।
আমার ফ্যকাসে মুখে আজ আর জ্যোৎস্নার আলো পরে না…
আমার প্রাসাদের দরজায় কখনো উঁকি ঝুঁকি দিলেও আর ধরা দেয় না..
পূর্ণিমায় প্রশস্ত চিবুকের ছোঁয়ায় পৃথিবীর মাটিতে চুমু খায়…
আছড়ে পরে..
সমুদ্রকে কাছে টেনে নেয়…
পাহাড়-পর্বত…নদী-নালা…খাল-বিল…
সবাইকেই বুকে জড়িয়ে নেয় তবুও কেনো আমার নয়,জানিনা।
আমি জানি, আমার জন্য ওর কোন দরজা নেই…
তবুও কেনো এতো ভয়? অহঙ্কার?
মুখোশধারী চাঁদ মধ্যরাতের কুয়াশায় জানালার ফাঁকে কেনো আমায় শুতে দেয় না…
কেনো মায়াবী রাতে আমাকে স্বপ্ন দ্যাখায়…
আমি আজ নক্ষত্রের মাঝে সঙ্গীহীন হয়ে ঘুরে বেড়াচ্ছি…
আনন্দহীন চোখের পাতার স্থিরতার মুল্য খুঁজে পায় কি না, জানি না…
জানি না…দেখা পাবো কি না।