হাসি হাসিতে আনন্দমুখর ছন্দে বহে দেহ মন,
একফালি চাঁদের সাথে ঈদের অন্তরঙ্গতা সারাক্ষণ।
চিলতে হাসি বাঁকা চাঁদ দেশ জুড়ে উৎসব যাপন,
খুশির মেজাজে শিশু থেকে বৃদ্ধর হৈ চৈ প্রাঙ্গণ।


দুধের সাথে সিমুই পায়েস কাকতালীয় উপহার,
শান্তির দূতের বক্তৃতায় ভেজাল মনের উপাচার।
ফ্যানাটিক ট্রেজেডী নির্বাক সভ্য সমাজ নিশ্চুপ,
অদ্ভুত সমন্বয় বিবর্তনে বুদ্ধিজীবিদের বাক্য কোপ।


জাতি ধর্ম নির্বিশেষে কল্যানে মগজ-ধোলাই চলছে বেশ,
প্রথাগত অহংকারে ইগোর কাছে সব নিয়মের চলছে রেশ।
আদ্দ্যিকালের বাদ্দি বাজে ঢাক ঢোলের নেইকো প্রথা,
বাক্যবানেই চলছে মানুষ হিংসা মুখর সমাজ যেথা।


শব্দার্থ বিদ্যায় অভিজ্ঞদের কাছেই জীবন মৃত্যু শেষ হয়,
ধর্মের সাথে মানবতা মিশিয়ে যদি সমাজচেতনা থাকে অক্ষয়।
ধর্ম অধর্মের বিশাল ফারাক জীবনপথে বুঝতে শিখুক,
ধর্ম নয়,রক্ত রঙের পরিচয়েই মানুষে মানুষে ভ্রাতৃত্ব বাড়ুক।