আজকাল সমস্যায় ভুগছে সবাই…
যাদের ভাই আছে বোন নেই,
অথবা বোন আছে কিন্তু ভাই নেই।
কোন কারনে দুটি প্রাণ সঙ্গ ছাড়া,
হয় না তেমন ভাই বোনের অন্তরঙ্গতা।
একক পরিবারে একটি ছেলে কিংবা মেয়ে,
ভার্চুয়াল রিলেশনে রাত জাগে চ্যাটিঙে।
ভাই বোনের সম্পর্ক খুঁজে বেড়ায় ,
ফেসবুক প্রোফাইলের পাতায় পাতায়।
হায় নিঃসহায় মানুষ কেনো এতো অসহায়…
ভালোমন্দ যাই হোক দীর্ঘ আলোচনায়…
ব্যাস্ত সবাই সময়গুলো থেমে নেই….
তবুও মানুষ চলছে কেবল একটি গতিধারায়।
বাস্তবের কান্নায় বালিশ ভিজে না, মন ভিজে,
ভার্চুয়ালে বালিশ ভিজে সবার অলক্ষ্যে।
হৃদযন্ত্রের উপরে চাপ দিয়ে মিছে বাহানায়…
মিথ্যেটাকেই শক্ত করে পোষ মানায় সত্য বলে।
ভাবনা আছে…
আছে ইমোশন….
নেই কোন স্থিরতা,
তবুও মানুষ কেনো পিছু ধায় কাল্পনিক প্রবণতায়?