অঙ্গীভঙ্গি চরম..
সবজান্তা বিদ্বান লোকালয়ে এনসাইক্লোপিডিয়ার বাস,
লজিকে মাস্টার্স ইগোর সিংহাসনে ক্রাশ।
পান থেকে চুন খসলেই সমালোচনায় ভরপুর মজলিস..
টেবিল ঠুকে পেপার হাতে কফিহউসে গরম বাতাস।
বাবুমশাই জানো কি তুমি?
আমার আছে বিস্তীর্ণ জ্ঞানের আকাশ…
মইয়ে উঠে কি মাথা নত করা যায়?
তাই নামবে না কেউ যুক্তিতর্কের দরবার বসে তাই।
বাংলা ভাষা পড়ুক পিছে,ইংরেজীতে জ্ঞান সাফাই
এটা নয়, ওটা হবে রেফারেন্স বুকে দেখে নিও..
কফিহাউসে আসতে হলে জ্ঞানের বই একবার ঝালিয়ে নিও,
নইলে বাছা বিপদ আছে, এক কাপ কফি খেয়ে চলে যাও।
সন্ধ্যের জলখাবার পেটে প্রায় শেষ…
ঘড়ির কাটায় সাতটা, টিভিতে জী বাংলা।
কি হবে আজ বলা যায় না, থাক না অসমাপ্ত সমালোচনা।
গিন্নীর হাতে চায়ের কাপ আর মুড়ির বাটি…
টিভি অন্‌ কেচালি পেচালি সিরিয়াল,
ডাক পড়ে ডাইনিং টেবিলে….গরম ভাতে মাখনের স্বাদ।
বিছানায় শুইয়ে সমালোচনার সারমর্ম….
ঘুম চোখে কিছু নেই সব যে “অসমাপ্ত”।