আমি চাই না কিছুই এজগতে….
প্রথাগত বিভক্ত কলুষিত সমাজে।
একটু তোমার সাহায্য পেলে মুক্ত হতে চাই,
জাতি উপজাতি একতার মাঝে অবিভক্ত হতে চাই।
উচনীচ কেনো এ সমাজ বিভক্ত জন্মগত,
শিরদাঁড়া উঁচু হবে হয়তো যদি হয় বিভক্ত।
অস্থিচর্মসার ঘুণ ধরা সমাজে উপাধিতেই চিনাক্ত,
কে বা কাদের স্বার্থে আজ নিরীহ মানুষ ব্যতিব্যস্ত।
কেউ জানে না কাদের আত্মপরিচয়ে এ সমাজ হবে ধন্য,
তবুও জাতের নামে করছে ওরা মানুষ মানুষকে নগন্য।