একটু চাওয়া একটু পাওয়া সেই তো ভালোবাসা,
ফুলকুমারীর রেনু মেখে প্রজাপতির রঙ ঠাসা।
ফুলের মধু মেখে মৌমাছিদের নিত্য আনাগোনা,
ছোট্ট ছোট্ট গুন গুনে গানের কলি যায় শুনা।


মৌচাকে মধু রেখে মৌমাছিদের খুশীর জীবন,
হিসেব নেইকো ওদের কত মধু থাকবে কতক্ষণ।
জমা করে দিনরাত নেই কোন জীবনের ভ্রুক্ষেপ,
দিন মাহিনার ফসল নষ্ট হলেও নেই কোন আক্ষেপ।


একটুকু বাঁচার আশায় দিনরাতের পরিশ্রমের ফল,
সঙ্গবদ্ধ প্রয়াসে আগলে রাখে নিষ্ঠায় যেনো অবিচল,
রানী মক্ষী সবার প্রিয় তার ইশারাতেই সবার চলা,
ভালোবাসার উজ্জ্বল দৃষ্টান্ত যায় না কখনো ভুলা।


ভালোবাসার মৌচাক ঝুলে গাছেরই মগ ডালে বাধা,
আসছে ঝড় বইছে হাওয়া তবুও শক্ত করে ধরে রাখা।
ওদের কাছেই সংজ্ঞা আছে কিভাবে বাঁচতে শেখা,
মানুষদেরও প্রয়োজন আছে মৌমাছিদের থেকে শিক্ষা নেওয়া।