খামখেয়ালীর এলোমেলো বন্ধ বাক্সে
অচিন পাখি আটকে পড়ে।
দিনের শেষে জড়সড় স্বপ্নগুলো রোজ
দুঃস্বপ্নের পরিধিতে বাড়ে।


অপ্রেম জানতো যদি প্রেমের ভাষা
দুটানায় মন কি হতো কোণঠাসা?
জলছে চিতা জলছে হৃদয় বহ্নিকোঠায়
প্রেমের আগুন পায়নি কোন ভাষা।


পোড়া ছাইয়ের গন্ধ এবার ঘর বেঁধেছে মনে,
তবুও নির্ভর চেনা চেনা মুখে।
দিন যায় সন্ধ্যা হয় কালো ধোঁয়ার আভরণে
চাপা পড়ে ভালোবাসা দুয়ার মুখে।


দিক বিদিকে অন্তর্জ্বালার লেলিহান শিখায়
ধোঁয়া ধোঁয়া যেনো লাগে।
চেনা মানুষের মধ্যে অচেনার অগণিত ভিরে
হারিয়ে যায় বৃথা কামনাতে।


দিকভ্রান্ত পথিকের ন্যায় লক্ষ্যভ্রষ্ট ভবিষ্যৎ
তাড়া করে সর্বদা অন্তরে..
স্মৃতির বাহনে বসে ভুলে যাওয়া সমীচিন নয়
তাই ফিরে আবার স্মৃতির বন্দরে।