তুমি কি জানো?
আমি নিজেকে ভেঙেচুরে নিয়েছি তোমার জন্যে,
আত্মবিশ্বাস এতোটা প্রবল ছিলো কিছুতেই ভাঙছিল না।
তবুও…তবুও তোমার জন্যে চেষ্টা করে গেছি….
প্রতিদিন…প্রতিটি মুহূর্তে…
হৃদয় থেকে নিঃসৃত রক্ত আমি রুখে দিয়েছি….ব্যথার মোহর লাগিয়ে…
নিক্ষেপ করেছি অশ্রুবন্দী কারাগারে।
ঘুটঘুটে কালো অন্ধকারে দিন গুনেছি তোমার অপেক্ষায় নিরবধি যন্ত্রণায়,
মৃত্যুর শিহরণে লোমকূপে অনুভব করেছি তোমার স্পর্শ একাধিকবার…
বার বার মৃত্যুর সাথে পাঞ্জা লড়েছি তোমার জন্যে।
অনুভূতি গুলোর কাছে জবাবদিহি হতে হয়েছে হাজার-হাজার বার…
তবুও আমি হাল ছাড়িনি শুধু….শুধু তোমার জন্যে…
তুমি কি জানো?
বেপরোয়া মন একান্ত মনে গোপনে তোমার কাছে যেতে চায়…তোমার সান্নিধ্যে..
পেতে চায় তোমার হৃদয় ছোঁয়া কিঞ্চিৎ ভালোবাসা।
ভেঙেছি সব…তোমার রঙেই রাঙিয়েছি আমার সবকিছু চাওয়া পাওয়া,
তোমার কাছেই সঁপেছি আমাকে ক্লান্ত জীবনের অধরা কিছু প্রাণব্যথা।
আমি জানি…
আমার ভালোবাসা তোমার কাছে পৌছাবে না…
ছোঁয়াবে না তোমার হৃদয়ের লোহিতকণায়…
আমার হাতের স্পর্শে রাঙাবে না ভালোবাসার দুটি হৃদয়…
একই পৃষ্ঠার দুটি স্তবক যদি কখনো এক হতো…
তাহলে কি প্রয়োজন ছিলো বিচ্ছিন্নতার…
জানি আমি…তোমার হৃদয়ের মরূদ্যানে…
আমার মতো বেমানান…বেরঙের… কুৎসিত.. গন্ধহীন..শয্যাশায়ীর…
শুকিয়ে যাওয়া গোলাপ আর ফুটবে না…ক্যারিয়ারের নেশায় আজ তুমি আবিষ্ট,….
ফিরে তাকিও অতীতে…যখন তোমার নেশা থাকবে না…
তখন আমাকেই নাহয় কাছে ডেকে নিও…একটুকু কাছে..আরও কাছে…
ঐ শুকনা কাঠগোলাপের নীচে, যেখানে রেখেছিলে তোমার স্বপ্নালু অধ্যায়…
ঠিক সেভাবেই পড়ে আছে একটি টুকরো হৃদয় ভাঙচুর অবস্থায়।