বিড়াল বেড়ায় এপাশ ওপাশ,
সত্যি কি বিপদের পূর্বাভাষ।
গতি থামিয়ে একটু দাঁড়া,
তাড়াহুড়ো করে ছুটছি আমরা।


মাথার উপর পাহাড় ধসে,
নীচের দিকে ভূমি খসে।
চারিদিকে হৈ হুল্লোড়,
প্রকৃতি ধ্বংসে বিভোর।


তলিয়ে গেলো জলের তলে,
মাটি চাপা শহর ভূগর্ভে।
বিজ্ঞান অপদস্ত বুদ্ধি হতভম্ব,
মাটির উপরে জমিন বিধ্বস্ত।


অহংকার শায়িত করাল গ্রাসে,
কিছুটা করি আমি কিছুটা প্রকৃতিগত।
স্বভাবসিদ্ধ হস্ত ভাংচুরে অভ্যস্ত,
সৃষ্টি কেবল তোমার নয় ঈশ্বরপ্রদত্ত।


চিরস্থায়ী নয় কিছুই তবু উশৃংখলতা ধমনীতে,
অস্থিত্ব রক্ষার্থে লম্ফজম্ফ ধরিত্রীতে।
অবক্ষয়ে জগত জননীর প্রতি অত্যাচার,
উন্মাদনায় জলধারা করছে তার বিচার।