কথা বলে বেশী যারা,তাদের কাছে পাবে না ভরসা,
পদবী বড় যাদের,সংলাপে পাবে মিষ্টিমুখের ভাষা।
বিলাপে বিচলিত হয় না,তাদের কৃত্রিমতায় মন ভরা,
আপস করে চলে ওদের আবেগিক ভারসাম্যের ধারা।


বাক চাতুলতায় নিবিষ্ট মন,বোঝাতে চায় না ওদের বেদনা,
আঁকা বাঁকা শব্দে ঘটে ধন,পরিবর্তে দুঃখ হারায় যাতনা।
কাজে কর্মে যাই হউক,তারই বিচার কখনো কি হয়?
ঘটে ধন আছে সামর্থ্য,ছলনায় পরিপক্ক,তাতেই সব হয়।


কখনো ঝুঁকে বাঁদিকে,কখনো ডান দিকে সময়ে সময়ে,
হাতের তালুতে সংসার সমাজ,লজ্জা কিসের বিনিময়ে?
মাথা নত করে যদি স্বার্থসিদ্ধি হয়,পরক্ষণেই বুক উঁচু,
তালিকা মতো ঝুঁকা ঝুঁকি হলে,থাকতে হয় না জীবনে নীচু।


একটি চরিত্রে অভিনয় মঞ্চে,তাদের কিছু যে হবার নয়,
কান্ডারীর পারদর্শীতায়,মুখোশপ্রথায় সেটাও বিচার্য বিষয়।
তাই কবে যে কোথায় কারা মুখোশ বদলায় বোঝা দায়,
মানুষের কাঁধে বোঝা চাপিয়ে,জনহিতৈষীর দম্ভ দেখিয়ে যায়।