এমন শিক্ষা কোথায় পাই
যেখানে দ্বন্দ বিদ্বেষ নাই,
শিক্ষিত সমাজ করছে কেনো
ক্ষমতার লড়াই।


ধন দৌলত কিছুই নয়
প্রকৃত আত্মজ্ঞানের ধারায়,
কলুষিত মনেও শিক্ষা তখন
বিবেকের গন্ধ ছড়ায়।


অন্তর মম বিকশিত হয় না
কেবল পুথিগত বিদ্যায়,
কেন কবির কলমে উঠে নি
ফোটে কোন কবিতায়?


জ্ঞানের পরিসরে বৃদ্ধি হোক
আমার সুন্দর জগত,
শিক্ষার অচল সভায় মানুষ
নাগাল হয় না নিরূপিত।


কে কোথা আছো দাও না ভিক্ষা,
করি জীবন উজ্জ্বল,
তোমাদেরই দ্বারে দাঁড়িয়ে আছি
নিয়ে যা আছে সম্বল।


এগিয়ে যাবো এ সুন্দর ধরা তলে
তোমাদেরই আশীর্বাদে,
ইচ্ছেগুলো মোর অবশ আজিকে
মোর অজানা পরিচয়ে।


ভেঙে ফেলি আজ সমাজ চেতনা
আমার অভ্যন্তরে,
নুতন করে সমাজ গড়বো
জ্ঞানবিদ্যায় সবার অগোচরে।


থাকবে না সেখানে সংকুচিত ধর্ম
হিংসা অমানবতার ভাষা,
বিজ্ঞতার দুর্গ হবে
শুদ্ধ মানবতার সুচনায় সঙ্গবদ্ধ আশা।