তপ্ত বালুকায় দেশের চত্ত্বরে নিরবিচ্ছিন্ন প্রতিবাদ…
কে আগে কে পরে তা নিয়েই বিবাদ।
লাইনে দাঁড়িয়ে অজস্র জনতা রোদ মাখে গায়ে,
ঘামে ভেজা মনের ঘরে বৃষ্টি ঝরে দিন দুপুরে।
গ্রামে গঞ্জে শহর ঘরে পরাধীনতার আবাস তলে,
সন্ত্রস্ত মন প্রমাদ গুণে শ্বেত চামড়ার ভয়ে।
ত্রী নট্‌ ত্রী বন্দুকের গায়ে ছিলো নিরীহ ভারতীয়ের নাম,
সেই নামেতেই হারিয়েছে কত ভারতীয় সন্তান,
কত নাম হারিয়ে গেছে গুলির খোলসেতে,
কত মায়ের বুকের যন্ত্রণায় এখনও মনের ঘরে বৃষ্টি ঝরে….
পেয়েছে কেবল তাদের ঠিকানা যারা ছিলো নামজাদা,
সেখানেও তো ছিলো প্রাণ আহুতিতে অনেক বেনাম ঠিকানা।
কেউ কি পেয়েছে তাদের হদিশ কে বা কোথাকার?
কেউ খবর রাখেনি তাদের যারা ছিলো সন্তান এ দেশেরই মার।
স্বদেশপ্রেমী ওরাই যারা দিয়েছিলো স্বাধীনতায় প্রাণ,
পেয়েছে কি ওরা দেশে স্বাধীনতার প্রকৃত সন্মান?
চতুর চালাক শিয়াল সম রাজ বসেছিলো রাজপাটে,
সৎ মানুষের প্রাণের বলিদানে খাচ্ছে ওরা চেটেপুটে।
মরতে ছিলো ভয় যদি শাসন হাতছাড়া হয়,
মরছে মরুক বিনয় বাদল খুদিরাম নেই কোন সংশয়।