রাতগুলো সঙ্গী ছিলো কোন এক কালে,
তোমার নামে জেগে থেকে কল্পনায় ভাসা।
ছোট্ট ছেলেমানুষি হৃদয় জুড়ে,
এক টন ভালোবাসা।


তোমার হাতের ছোঁয়ায় পৃষ্ঠাগুলো,
আঁধার রাতের সঙ্গী ছিলো।
ভেবেছিলাম ভালোবাসায় তোমার চোখে,
হয়তো আমারই ছবি ছিলো।


স্মৃতির আয়ানায় দেখি তোমার কালো টিপ,
কালো টিপ অশুভ বুঝেছি এখন।
কালো কেন লাল হয়নি বুঝিনি আজও,
কুঁড়েঘরের ভালোবাসার হয়তো ছিলো অপ্রোয়জন।


জীবনের পৃষ্ঠাগুলো তোমার স্পর্শে হয়েছিলো রঙিন,
মুছে যাওয়া রঙ দিয়ে সাজানো স্বপ্নবাসর…।
কতদিনই বা থাকে আর অবহেলিত হৃদ উঠোনে,
গাফিলতি তোমার না আমার ভাবার নেই অবসর।


আজ, যে চরম সত্য মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে
আমার চারপাশ ঘিরে।
আমার মনুষ্য-জীবনের যবনিকাতে,
চিরবিদায়িত পার্থিব চেতনাকে ঘিরে।


আমার অহমিকা, দম্ভ, ভালোবাসার সমাপ্তি এখানেই…
ভালোবাসার শেষ রাতে অনুভবে শিহরণ।
জন্ম মুহূর্ত থেকেই সাথে আসা চির-ঘৃণিত দরিদ্রতা,
ভালোবাসাতেও যেনো দরিদ্রতার অনুসরণ।